দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ টানা বৃষ্টিতে শনিবার মাটির দেওয়াল চাপা পড়ে ৩ শিশু মারা যায়। একইভাবে এবার প্রাণ গেল ৬৮ বছরের পূরবী হাঁসদা-র। ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোষেরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পুরবী হাঁসদা। প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল ভিজে যায় এবং সেই কারণেই দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাঁকুড়া জেলার ছাতনা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ছাতনার সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ পাঠানো হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আরও জানা যায়, আবাস যোজনার তালিকায় নাম ছিল এই বৃদ্ধার। কিন্তু ঘর পাননি তিনি। ফলে দেওয়াল ধসে একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর।
Tags district Politics west bengal
Check Also
কুম্ভমেলায় আবারও আগুন
টুডে নিউজ সার্ভিসঃ কুম্ভমেলায় আবারও আগুন। পদপিষ্ট হওয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে …
Social