কোয়েম্বাটুরের আদিযোগী এবার চকভৃগুর নব প্রভাত সংঘের পুজো মণ্ডপে

Prabir Mondal
1 Min Read

অরুনাভ দত্ত, দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী চকভৃগুর নব প্রভাত সংঘের ৬২তম বর্ষের ৫০তম দুর্গোৎসবের দুর্গোৎসবের প্রস্তুতিপর্ব চলছে জোরকদমে। এবছর নব প্রভাত সংঘের ৫০তম দুর্গোৎসবে নব উদ্যোগ পূজার থিম “আদিযোগী মহাদেব।” চকভৃগুর নব প্রভাত সংঘের ক্লাব সম্পাদক রণজয় কুমার দাস এবং পূজা সম্পাদক (যুগ্ম) জয়ব্রত দাস ও প্রবীর রায় জানিয়েছেন, প্রতিবছরই আমরা আমাদের ক্লাবের দুর্গোৎসবে নতুন কিছু করার চেষ্টা করি, সেই কারণে পূজার দিনগুলিতে আমাদের পূজা মণ্ডপে দর্শকদের ভিড় উপচে পড়ে। এবছর আমাদের ক্লাবের ৫০তম দুর্গোৎসবের থিম “আদিযোগী মহাদেব।” কোয়েম্বাটুরের আদি যোগীকে তুলে ধরা হচ্ছে এই পুজো মন্ডপে।

পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পাগলিগঞ্জের স্বনামধন্য মৃৎশিল্পী অমল দেবনাথ বাংলার সাবেকি আদলের দুর্গাপ্রতিমা তৈরি করছেন। প্রতিবছরের মতো এবছরও মহাঅষ্টমীর দিন কুমারী পূজা (তিন জন) হওয়ার পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে মহাঅষ্টমীর দিন দুপুরে কুপনের মাধ্যমে ভোগ বিতরণ এবং নবমীর দিন দুপুরে ক্লাব প্রাঙ্গণে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হবে। এছাড়াও পূজার দিনগুলোতে সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *