গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ অক্ষয় সঞ্জীবনী সেবা সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচিগ্ৰামের কুরচি জনকল্যাণ সংঘে। এদিন উপস্থিত ছিলেন ডাঃ শাশ্বতি সামন্ত, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সামন্ত, রমাপ্রসাদ ভট্টাচার্য্য, উদ্যোক্তা দেবিপ্রসাদ রায়, তপন রায় সহ আরও অনেকে। এই শিবিরে গ্ৰামের মানুষদের ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন কলকাতার ডাক্তরবাবুরা। এইদিন সুগার, প্রেসার বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেরে খুশি গ্ৰামের মানুষেরা।
Tags district Health west bengal
Check Also
প্রথা ভেঙে এই প্রথম মূর্তি পুজো শান্তিনিকেতনে
টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ শান্তিনিকেতন তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে এবার সরস্বতী পুজোয় শেষ করে দেওয়া …
Social