অভিজিৎ হাজরা, হাওড়াঃ ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা অভিযান চালানো হল আমতা-২ ব্লকের অমরাগড়ী গ্রাম পঞ্চায়েতের মেনকা স্মৃতি বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিভাগের পড়ুয়াদের তরফে কাঁকরোল গ্রামে। প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন জিনিস যেখানে জল জমে সেগুলি পরিস্কার করা ও ব্লিচিং ছড়িয়ে সচেতনতার বার্তা দিল শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ গোলাম ইয়াজদানী জানালেন – ‘বাংলা জুড়ে ডেঙ্গু-ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই ছাত্রছাত্রীরা সরকারী নির্দেশিকা অনুযায়ী সচেতনতা কর্মসূচী আয়োজন করল। এলাকার মানুষ তাতে খুব খুশি।
বিদ্যালয়ের পরিবেশ শিক্ষক সায়ন দে জানান – ‘পরিবেশের পাঠ কেবল বইতে পড়ে নয়, বরাবর আমরা তা বাস্তব জীবনে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই শিক্ষা শিশুদের মধ্যে প্রদান করতে সচেষ্ট হই। ওরা গ্রামে ঘুরে কিভাবে আবর্জনা জমা, দূষণ হওয়া ও তা কিভাবে প্রতিকার করা যায় তা নিয়ে হাতেকলমে পাঠ নিল। ওরা নিজেরাই আবর্জনা পরিস্কার করা ও ব্লিচিং ছড়ানোর মধ্যে দিয়ে পরিস্কার পরিছন্ন থাকার নিজেরাও যেমন শিক্ষা পেল, সঙ্গে এলাকার মানুষকেও সচেতন করল।’
Social