টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাইকমপ্লেক্স মাঠে সোমবার অনুষ্ঠিত হল বিজেপির জনসভা ।সেই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বর্ধমানের ১৬টি বিধানসভার বিজেপি প্রার্থীদের নিয়ে মোদী জনসভা করেন । মঞ্চ থেকে বর্ধমানের বিখ্যাত সিতাভোগ মিহিদানা নিয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় রোড শো করেগেছেন এই বর্ধমানে । তার পাল্টা সভা করলেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।এদিন বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীসমর্থকেরা আসেন সাইকমপ্লেক্সের মাঠে ।জেলা পুলিশের তরফ থেকেও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল মাঠ প্রাঙ্গন ।
এদিন এই জনসভায় এসে এক মহিলা অসুস্থ হয়ে পরেন ।তার নাম জানা যায় সারদা দাস বাড়ি হড়িপুর ।
Social