টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিধানসভা নির্বাচন জমজমাট। শনিবার পঞ্চম দফা নির্বাচন। অপরদিকে করোনার ঢেউয়ে কাঁপাচ্ছে গোটা বাংলা। এমনি পরিস্থিতিতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে ভোটারদের থার্মাল গান দিয়ে চেকিং, সেনিটাইজার ও হাতে গ্লাভস এবং যাদের মাস্ক থাকছে না তাদেরকে মাস্ক দিয়েই তবে প্রবেশ করানো হয় ভোট কেন্দ্রের মধ্যে। এদিন পূর্ব বর্ধমানের আটটি বিধানসভা কেন্দ্র যথা, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, জামালপুর, রায়না, খণ্ডঘোষ, মেমারি, মন্তেশ্বর, কালনা-য় পঞ্চম দফার নির্বাচনে চলে। শনিবার সকাল সাতটা থেকে বর্ধমান উত্তরের গাংপুর সংলগ্ন স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ২২২,২২২এ,২২৩,২২৪ নম্বর বুথে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। এদিন সকাল থেকে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়তে থাকে।
এই কেন্দ্রে কেন্দ্র বাহিনী ও সাধারণ পুলিশরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট পর্ব শুরু করেন। তারা গেটে দু-চারজনকে শুধু ঢুকতে দিচ্ছে কোনরকম বুথের ভিতর বা বুথ সংলগ্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখেন।
Social