Breaking News

ভোটের প্রচারে ঢাকের শব্দ এনে দিয়েছে উৎসবের টাটকা গন্ধ

ঝিলিক দাস, বীরভূমঃ ৮ দফা ম্যারাথন ভোট প্রক্রিয়া চলছে বাংলায়। মাস খানেক ধরে ভোট প্রার্থীদের প্রচার এর ঝড় উঠেছে। সেই থেকেই প্রার্থীদের প্রচার চলছে। সেই একঘেয়েমি কাটাতে দেখা মিলল নতুন রকমের প্রচার। সাদা জুতো,পরনে নীল ধুতি ও সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি কাঁধে আসত নীল রঙের কাপড় দিয়ে সাজানো ঢাক ঝুলিয়ে চলল সিউড়ি ২ নম্বর ব্লকের কেন্দুয়া অঞ্চলে তৃণমূল প্রার্থীর প্রচার। প্রচারে ঢাকির দলকে দেখে আগ্রহ বাড়ছে ভোটারদের মধ্যেও। প্রচার এর শেষ দিকে এই চমক ভালোভাবেই উপভোগ করছেন সাঁইথিয়া বিধানসভার মানুষরা। 

ভোটারদের আগ্রহ দেখে মুখের হাসি চওড়া হচ্ছে সাঁইথিয়া বিধানসভার ঘাসফুলের প্রার্থী নীলাবতি সাহার। প্রখর গরমে যখন হাঁটাই কষ্টকর তখন কাঁদে ঢাক নিয়ে মাথায় তৃণমূলের টুপি পড়ে অবলীলায় ঢাক বাজিয়ে হেঁটে চলেছেন ঢাকিদের দল। ভোটাররাও তাদের দেখে বেশ নতুনত্ব পাচ্ছে। ভোটের প্রচারে ঢাকের শব্দ এনে দিয়েছে উৎসবের টাটকা গন্ধ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *