Breaking News

সম্পত্তি হাতিয়ে বৃদ্ধকে বের করে দিলো জামাই

নিখিল কর্মকার, নদীয়াঃ সম্পত্তি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই জামাই এর বিরুদ্ধে। অবশেষে সম্পত্তি হারিয়ে ওই বৃদ্ধর ঠাঁই এখন স্থানীয় ক্লাবের  বারান্দায়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনাটি শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকায়। ওই এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ইন্দ্রনাথ ঘোষ। তিনি অবিবাহিত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এক সঙ্গেই থাকতেন। তার বেশ কিছু সম্পত্তি ছিল  তাকে দেখভালের জন্য সেই সম্পত্তি বিক্রি করে প্রায় ৭০ লক্ষ টাকা ভাগাভাগি করে নেয় তার সম্পর্কে দুই জামাই। ওই টাকা নিয়ে  তারপরে তাকে দেখভালের জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। বেশ কিছুদিন সেখানে রাখার পর টাকা আত্মসাৎ করে তার ওপর শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।  গুরুতর অসুস্থ অবস্থায় ক্লাবের ফাঁকা বারান্দায় তার এখন একমাত্র ভরসা। ঝড়-বৃষ্টি রোদ্দুর কোভিড পরিস্থিতিতে উপেক্ষা করেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওই অসুস্থ বৃদ্ধ। এলাকার মানুষের দাবি তার তার শারীরিক অসুস্থতার কারণে তার চিকিৎসা করার ব্যবস্থা করুক প্রশাসন, পাশাপাশি তার দেখভালের জন্য যে অর্থ যারা আত্মসাৎ করেছিলেন সেই টাকা তাকে ফিরিয়ে দেয়া হোক যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *