দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ শতাব্দী প্রাচীন বাঁকুড়ার, শাশপুরের শিব মন্দির। ফি বছর গাজনে এই সময়ে ভক্তদের সমাগমে তিল ধারণের জায়গা থাকে না। গাজন উৎসব ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এবার সেখানে শুধুই নিস্তব্ধতা। ঐতিহ্যের সেই চেনা ছবিটা পাল্টে গিয়েছে করোনার চোখ রাঙানিতে। সতর্কতা অবলম্বনে দাঁড়ি পড়েছে উৎসবে। বিধি মেনে জমায়েত এড়াতে গাজন অনুষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। যতটুকু ধর্মীয় উপাচার না করলে নয়, সেটুকুই নমো নমো করে হলো গাজন।।
Social