নিখিল কর্মকার, নদীয়াঃ সোমবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার অফিসার ইনচার্জ একটি বালির লরি আটক করেন। আটক হওয়া লরিটির বালির মধ্যে থেকে বেরিয়ে আসে চার হাজার বোতল ফেনসিডিল। পরে ভীমপুর থানার পুলিশ আটক করে লরির চালক ও তাঁর সহকারীকে মঙ্গলবার কৃষ্ণনগর কোর্টে তোলা হবে বলে জানা যায়।
Check Also
লাখ টাকা কুড়িয়ে পেয়েও সততার নজির গড়লেন মঙ্গলকোটের তিন বন্ধু
মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ টাকা নিয়ে হানাহানি, চুরি কিংবা ছিনতাই আজকাল প্রায়শই ঘটে। কিন্তু এরই মাঝে …
Social