Breaking News

করোনা ভ্যাকসিন না পেলে ওষুধের দোকান বন্ধ রাখার হুমকি ব্যবসায়ীদের


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ
করোনা ভ্যাকসিন না পেলে আগামী দিনে ওষুধের দোকান বন্ধ রাখার হুমকি দিলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।বুধবার বর্ধমান কল্যাণী মার্কেটে চত্বরে আন্দোলনে সামিল হন বর্ধমান কল্যাণী মার্কেটের ওষুধ ব্যবসায়ী ও কর্মচারীরা।

দেশের সাথে সাথে গোটা রাজ্য ও পূর্ব বর্ধমান জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার সংবাদ মাধ্যম, হর্কাস, পরিবহন কর্মী সহ সেক্স ওয়ার্কার-রা করোনা ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু বর্ধমান কল্যাণী মার্কেট সহ গ্রাম গঞ্জের ওষুধ ব্যবসায়ীরা করোনা ভ্যাকসিন না পাওয়ায় আতঙ্কিত তারা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট এডমিস্টেটিভ সেক্রেটারি গঙ্গাধর খান্ডেওয়াল বলেন গত ১৮ তারিখ রাজ্য সরকার একটি তালিকা প্রকাশ করেছেন তাতে প্রেটল পাম্প, হর্কাস, পরিবহন কর্মী, সেক্স ওয়ার্কারদের নাম থাকলেও ওষুধ ব্যবসায়ীরা ও ওষুধ দোকানের কর্মীদের কোনো নাম নেই। অথচ নিজেদের জীবন বাজীরেখে এই ব্যবসায়ীরা প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে মেলামেশা করেন। ইতিমধ্যে এই কল্যাণী মার্কেটে বেশ কয়েকজন ওষুধ ব্যবসায়ীরা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি মারাও গেছেন কয়েকজন ওষুধ ব্যবসায়ীরা।করোনা ভ্যাকসিনের জন্য জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সহ জেলা ও রাজ্য আধিকারিক দের জানিয়েও কোন কাজ হচ্ছে না। অতি শীঘ্রই ওষুধ ব্যবসায়ীদের করোনা ভ্যাকসিন না দিলে আগামী দিনে এই ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে বলেন তিনি। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মৃণাল তা বলেন, আমরাও প্রথম সারির করোনা যোদ্ধারা মধ্যে পরি। ডাক্তারদের পরেই আমারা।অথচ আমাদের করোনা ভ্যাকসিন না দেওয়ায় আমরা আতঙ্কিত। শীঘ্রই ওষুধ ব্যবসায়ীদের করোনা ভ্যাকসিন না পেলে আগামী দিনে ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।

About Burdwan Today

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *