টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ বাঁকুড়ার জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালাটি হসপিটালে কোভিড ওয়ার্ড চালু হলো। এদিন উপস্থিত ছিলেন ড: শ্যামল সাঁতরা। সিএমএইচ জগন্নাথ সরকার, অর্চিতা বিদ সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা।
এই কোভিড ওয়ার্ডটিতে আপাতত ৫০ টি শয্যা থাকছে। এমনকি সবকটি সিট এই থাকছে অক্সিজেনের ব্যাবস্থা। এ বিশেষ কয়েকটি সিট ভেন্টিলেটর যুক্ত।
যারা কোভিড খুবই আক্রন্ত তারাই এই সুবিধা পাবে। এমনকি কোভিড রুগীদের জন্য লিফলেটর ব্যবস্থা করা হয়েছে । হসপিটাল ঢোকার রাস্তা সাধারণ বিভাগের থেকে আলাদা করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে কোনো ভাবেই সাধারণ বিভাগের রুগীদের সংক্রমণের ভয় থাকছে না।
Social