নিখিল কর্মকার, নদীয়াঃ করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন প্রবীণরা শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকলে সহজেই সংক্রমিত হয়ে পড়ছেন তারা। চিকিৎসা ও অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন অনেকেই তাই তাদের সুস্থ রাখতে এবার রাস্তায় নামল শান্তিপুরের সামাজিক সংগঠন করোনা প্রতিরোধ মঞ্চ। সোমবার কালো মেঘের ছায়া বৃষ্টিকে উপেক্ষা করেও শান্তিপুরের রাজপথের বিভিন্ন মোড়ে মোড়ে মাইকিং প্রচার ও হ্যান্ডবিল বিলি করে করোনার সচেতনতা প্রচারে নাবেন তারা। এছাড়াও রাস্তায় পথচলতি ৬০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক প্রবীণ মানুষকে তাদের সচিত্র পরিচয় পত্র এন্ট্রি করে ভিটামিন সি ট্যাবলেট প্রদান করেন তারা। এ বিষয়ে করোনা প্রতিরোধ মঞ্চের কর্ণধার অপূর্ব লাল সাহা বলেন, ২০২০ করোনা আবহে প্রায় আট মাস একদমে কাজ করেছি আমরা শান্তিপুর শহর থেকে গ্রামে স্যানিটাইজার মাস্ক তুলে দিয়েছি সাধারণ মানুষের মধ্যে।
এছাড়াও শান্তিপুরের হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে সেনিটাইজার ট্যানেল বসানোর উদ্যোগ নিয়েছি যাতে সাধারণ মানুষ সংক্রমণের হাত থেকে কিছুটা রেহাই পায়। এবছর ২০২১ এর করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার আরও বেশি তাই প্রবীনদের সুস্থ রাখতে আমাদের এই উদ্যোগ কারণ প্রবীণ রায় হচ্ছে আমাদের শিক্ষার অন্যতম অভিভাবক।
Social