টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এক ওষুধ ব্যাবসায়ীকে আক্রমন এবং ছিনতাই করার অভিযোগে বর্ধমান থানার পুলিশ ২৩ দিনের মাথায় অভিযুক্তদের গ্ৰেফতার করে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয় সোমবার। প্রসঙ্গত ৩০ এপ্রিল রাতে বর্ধমান শহরের টিকরহাট মালির বাগান এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে আক্রমন করে তিনজন বাইকে করে এসে এবং ছিনতাই করে চম্পট দেয়। তারপরেই ওইদিন ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারপরেই তদন্ত শুরু হয়। রবিবার রাতেই তদন্ত করে তিনজন অভিযুক্তকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ। সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠক করে জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। এদিন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় জানান যে, তিনজকে ধরা হয়েছে তাদের নাম সেখ আজাদ বাড়ি কাটাপুকুর বিসিরোড বর্ধমানের কল্যানি মার্কেটের পিছনে, সেখ সাবির, সেখ মিরাজ এদের বাড়ি রায়না থানার মুলকাটি গ্ৰামে। তিনি আরও বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে এবং আরও সুত্র অনুসন্ধান চালিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বাড়ি থেকেই গ্ৰেফতার করা হয়। প্রথমে সেখ আজাদকে গ্ৰেফতার করে পুলিশ। তারপর ওই দু’জনকে গ্ৰেফতার করা হয়। অভিযুক্তদের ১০দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে জেলা আদালতের কাছে।
Social