Breaking News

যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন লক্ষ্মণচন্দ্র শেঠ

 

টুডে নিউজ সার্ভিস, নন্দীগ্রামঃ তৃণমূলে যোগদান এর ইচ্ছা প্রকাশ  করলেন  সিপিআইএমের প্রাক্তন সাংসদ  তথা নন্দীগ্রাম মাস্টারমাইন্ড  লক্ষ্মণ চন্দ্র শেঠ। সিপিএম দল থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমে তিনি নিজে একটি রাজনৈতিক দলের সূচনা করেন।  তারপর বিজেপিতে যোগদান করলেন। ২০১৯ সালে কংগ্রেসে যোগদান করে তমলুক লোকসভায় কংগ্রেসের প্রার্থীও হন লক্ষ্মণ  চন্দ্র শেঠ। লক্ষ্মণ  বাবু বললেন, মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হওয়ার জন্যই  সার্বিক উন্নয়নের স্বার্থে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান।  সেই সঙ্গে তিনি আরও বলেন,  মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যার কাছে বিজেপির উচ্চস্তরের নেতারা স্বীকার করতে বাধ্য হয়েছে।  তিনি আরও বলেন  বিজেপিও কংগ্রেস দল টার মধ্যে  কোনো গণতন্ত্র নেই। তাই তিনি এই দুটি দলই প্রত্যাখ্যান করেছেন।

About Burdwan Today

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *