টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মিল্লিক পাড়া থেকে উদ্ধার হলো সাদা রঙ্গের বিষধর সাপ। বিরল প্রজাতির বিষধর সাদা রঙের সাপটি উদ্ধার করে বর্ধমান বন দপ্তরের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বর্ধমান বনদপ্তর সূত্রে জানা গেছে বিষধর সাপটির নাম হলো লিকেস্ট্রি ব্যান্ডেড ক্রিয়েট। এটা সাধারনত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বেশি দেখা যায়। বর্ধমানের বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী বলেন, এটা একটি বিষধর সাপ। এই ধরনের সাপ সাধারনত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বেশি দেখা যায়। এই সাপের ভীষন বিষ হয়। সাপটি প্রায় তিন থেকে সারে তিন ফুট লম্বা। এই বিষধর লিকেস্ট্রি ব্যান্ডেড ক্রিয়েট সাপটি ছাড়া হবে গভীর জঙ্গলে।।
Social