টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবারও মানবিক নজির গড়ল সমাজসেবী সংস্থা “বর্ধমানের হৃদয়”। রাজ্য সরকার ঘোষিত আংশিক লকডাউনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে চলেছে বর্ধমানের হৃদয়। তেমনিই শুক্রবার দক্ষিণ দামোদরের পোলেমপুরের বাসিন্দা পলাশ ঘোষের অকাল মৃত্যুতে তার স্ত্রী, ১২ বছরের ছেলে ও ১০ বছরের মেয়ের পাশে দাঁড়ালো বর্ধমানের হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থা। সেই পরিবারের উপার্জনের মানুষ একমাত্র ছিলেন পলাশ বাবু বলে জানান তার স্ত্রী। বর্তমানে তাদের করুণ অবস্থায় অর্থ উপার্জন করার মতো কেউ নেই। এই পরিবারের কথা বর্ধমানের বিশিষ্ট এক সাংবাদিক খবর দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থা কে তারপরে ছুটে আসে সংস্থার কর্ণধার পল্লব দাস। আজ সংস্থার পক্ষ থেকে চাল, ডাল, আলু, পিয়াজ সহ মশলাপাতি এবং কিছু অর্থ সাহায্য করেন এবং তিনি বর্ধমানের যে সমস্ত সংস্থা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বার্তাও দেন যেন এই পরিবারের পাশে থাকে তারাও। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপ্লব দাস, নিলেন্দু ঘোষ, শারদ ব্যানার্জি, সঞ্জু রাউত, খোকন ব্যানার্জি, সন্দীপ মুখার্জী ও মহম্মদ আশরাফুল।
Social