নিখিল কর্মকার, নদীয়াঃ প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সহ পরিযায়ী শ্রমিক দের স্থায়ী কাজ দেওয়ার দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন নদীয়া জেলা জাতীয় কংগ্রেস। এদিন নদীয়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। বিভিন্ন সময় দেখা গেছে ভ্যাকসিন নিয়ে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাপ্তবয়স্করা একাধিক হাসপাতালে ঘুরে ঘুরে ভ্যাকসিন পাচ্ছে না, যা নিয়ে একাধিক হাসপাতালে বিক্ষোভ করতে দেখা গেছে। এবার মূলত সেই স্বজনপোষণের বিরুদ্ধে এবং পরিযায়ী শ্রমিকদের বেতনের দাবিতে ডেপুটেশন জমা দিলেন তারা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জেলায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। দীর্ঘদিন কর্মহীন থাকার ফলে তারা আর্থিক সংকটে পড়েছে। এই অবস্থায় অবিলম্বে সরকার এবং প্রশাসনকে পরিযায়ী শ্রমিকদের আট হাজার টাকা বেতনের কাজ দিতে হবে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় স্যানিটাইজার এবং বিনামূল্যে যাতে সকলেই ভ্যাকসিন পায় তাও সুনিশ্চিত করতে হবে।
Social