বিশ্বজিৎ মণ্ডল, মালদাঃ মিড ডে মিলে কারচুপির অভিযোগ তুলে চিন্তামণি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। রাজ্য সরকার যখন বারংবার ঘোষণা করেছেন তারপরেও এই অভিযোগ অভিভাবকদের? লকডাউন এর পরেও এইরকম হয়রানির শিকার হতে হচ্ছে? শুক্রবার সকাল থেকেই ওই স্কুলে বিক্ষোভের জেরে চরম উত্তেজনা তৈরি হয়। পরে স্কুল কমিটির কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারনে মিড ডে মিলের খাদ্য সামগ্রী কম দেওয়া হচ্ছে, তা নিয়েও বিক্ষোভকারী অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চায়।
কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারিভাবে তাদের যতটুকু মিড ডে মিলের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে , সেই ভাবেই বিলি করা হচ্ছে। এখানে মিড ডে মিলের কারচুপি নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
Social