জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলে পিপলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারের উদ্যোগে স্বামী বিবেকানন্দের পথিকৃতিতে মাল্যদান , প্রদীপ জ্বালিয়ে , স্বামীজির স্মৃতিচারনের মাধ্যমে, স্বামীজীর জন্মদিন পালন করেপিপলন উৎসব শুভ সূচনা হয় । এই উৎসবে বিভিন্ন নাচ গান, ক্রিকেট খেলা, বিশিষ্ট ব্যক্তিও ও এলাকার কৃতি এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই উৎসবে।

এই উৎসব উপলক্ষে আজ স্বামীজীর জন্মবার্ষিকী পালন ও এলাকার ছাত্র ছাত্রীদের বসে অংকন প্রতিযোগিতা, এলাকার ১৫জন কৃতি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মেধা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সহ উৎসব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মহিলা সহ ৫০ মানুষজন রক্তদান করেন । উৎসব উপলক্ষে স্বামীজীর জন্মবার্ষিকী পলন অনুষ্ঠান আয়োজন করা হয় এই উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ,, পিপলন শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, পিপলন অঞ্চলের প্রধানও উপপ্রধান শেখ শরিফুউদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
