জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ ২৯ তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে,মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি সমস্ত রুগীদের হাতে আপেল কল , কমলালেবু খেজুর সহ বিভিন্ন রকম ফল তুলে দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা।

এই ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন মল্লিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ খাদ্য , ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মন্ডল নারী ও শিশু, কর্মাধ্যক্ষরা ও মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও দলীয় কর্মীরা। এইরকম কর্মসূচিতে রুগীরা সহ রুগীর আত্মীয়রাও খুশি।