টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দিলীপ মাহাতো (৪৬)। ঘটনাটি ঘটেছে বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন দিঘিরপাড় এলাকায়। জানা যায়, সে বৃহস্পতিবার দুপুরে এলাকার পুকুরে স্নান করতে যায় ঐ যুবক, অনেকক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করতে গিয়ে দেখেন তিনি জলে ডুবে রয়েছেন। তড়িঘড়ি পরিবার লোকজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন হলে। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে স্নান করতে যায়, আর তার পরেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ।
