টুডে নিউজ সার্ভিসঃ ২০২৫ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। গতবছরের মতো এইবছরও মহিলা ভোটারের সংখ্যা বাড়লো গোটা রাজ্যে| যেখানে কমিশন বলছে জেন্ডার রেশিও ৯৬৯ জন তারপরেও ২০২৪ সালের মতোই এই রাজ্যে বাড়লো মহিলা ভোটারের সংখ্যা| এক নজরে দেখে নেব রাজ্যে এবার কত বাড়লো ভোটারের সংখ্যা।
এবার রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৩,৯৬,১৬৫ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮৭,৯৩,৭৪৩ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৬,০০,৬১১ জন, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮১১ জন| এইবছর ভোটারের সংখ্যা বেড়েছে ১০,৭৮,১১৯ জন এবং বাদ গিয়েছেন বিভিন্ন কারণে ৬,৯৬,৬৭০ জন। পাশাপাশি সার্ভিস ভোটারের সংখ্যা ১,১০,৩০৬ জন।
এবার ভোটার বাড়লো রাজ্যে ৩,৮১,৪৪৯ জন| যার মধ্যে পুরুষ ভোটার বাড়লো ১,৭৯,৭৪০ জন,মহিলা ভোটার বাড়লো ২,০১,৬৮৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার বাড়লো ২৫ জন। এইবছর মোট ৩,৮১,৯৮১ জনের নাম নতুন নথিভুক্ত হয়েছে।
প্রকাশিত এই ভোটার তালিকার মধ্যে মৃত ভোটারের সংখ্যা- ৪,০০,৯০২ জন,এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন ২,৮৬,৬৩৮ জন এবং সংশোধন করেছেন ৯,১৩০ জন।
এইবছর ১৮-১৯ বছরের ভোটার ০.৭৮ শতাংশ বা ৫,৯৫,৮৯১ জন বাড়লো গোটা রাজ্যে| নির্বাচন কমিশন দীর্ঘ একমাসেরো বেশি সময় ধরে দিনরাত এক করে নিখুঁত ভোটার তালিকা বানানোর এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে যার ফল স্বরূপ সোমবার এই ভোটার তালিকা প্রকাশ করতে সক্ষম হয়েছেন রাজ্যের মুখ্য-নির্বাচনী আধিকারিকের দফতরের সকলেই। কমিশন যদিও জানিয়েছে এখন বছরে মোট চারবার ভোটার তালিকায় নাম তোলার কাজ থেকে শুরু করে সংশোধনের কাজ চলবে| রাজ্যে বর্তমানে অনুপ্রবেশ নিয়ে যে পরিস্থিতি তৈরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন দাবী করে যে এই ভোটার এখনও পর্যন্ত নির্ভুল।
