Breaking News

পুলিশ না থাকলে ৩৮ জন মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে পারত না…

টুডে নিউজ সার্ভিসঃ পুলিশ না থাকলে ৩৮ জন মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে পারত না, ওসির জন্য পরীক্ষার্থীরা বসলো পরীক্ষায়। গুসকরা-বর্ধমান ভায়া অভিরামপুর বাসে চড়ে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন ৩২ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের আট-দশ কিলোমিটার দূরে বনসুজাপুর রেলগেটের ওপারে আচমকা খারাপ হয়ে যায় যাত্রীবাহী বাসটি। চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা হাঁটতে শুরু করেন।

এলাকার ভিলেজ পুলিশ সৌভিক সাম মাধ্যমে খবর পান গলসি থানার ওসি অরুণ কুমার সোম। কালবিলম্ব না করে তিনি পাঁচ-ছয়টি গাড়ি নিয়ে বনসুজাপুর রেলগেটে পৌঁছান। পুলিশ গাড়ির ফোর্স নামিয়ে দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরীক্ষা শুরুর আগেই ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। ওসির এমন মানবিক কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী সমরেশ ঠাকুর ও রাজীব রায়। তারা জানান, সময়মতো ওসি ও থানার গাড়ি না এলে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারতেন না। পুলিশের এমন মানবিক রূপ দেখে খুশি হয়েছেন স্থানীয়রাও।

এদিকে, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ওসি জানতে পারেন গলিগ্রাম বাসস্ট্যান্ডে ছয় জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে গলিগ্রাম বাসস্ট্যান্ডে পৌঁছান এবং ছয় পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালিমতীদেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন। যথাসময়ে ওসি অরুণবাবু না আসলে ওই ছয় পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারতেন না। এমনটাই জানিয়েছেন পরীক্ষার্থী উর্মিলা বাগদি ও সাথী ঘোষ।ওসির এই মানবিক সহযোগিতার জন্য পরীক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।

About Burdwan Today News Service

Check Also

সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *