টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ বাবাকে মাইক্রো অবজ়ারভারের ডিউটি দেওয়া হয়েছিল। তবে, ট্রেনিং চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় এখন শয্যাশায়ী তিনি। আর সেই সমস্যার কথা জানাতেই এবার রাজ্যের CEO দপ্তরে এলেন অসুস্থ ওই মাইক্রো অবজ়ারভারের দুই মেয়ে। শুক্রবার রাজ্যের CEO দপ্তরে এসে, মাইক্রো অবজ়ারভারের ডিউটি থেকে যাতে বাবাকে অব্যাহতি দেওয়া হয়, সেই নিয়ে আবেদন জানান দুই মেয়ে।
দুই মেয়ে জানান, তাঁদের বাবা আয়কর ভবনে কর্মরত। রিষড়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁর বাবাকে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় ডিউটি দেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত ওই মাইক্রো অবজ়ারভার, ফলে ডিউটির ক্ষেত্রে শারীরিক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন মেয়েরা। যদিও, তাঁরা জানান, যেহেতু তাঁদের বাবা সশরীরে CEO দপ্তরে আসেননি, ফলে মেডিক্যাল রিপোর্ট ইমেইল মারফত তাঁদের পাঠাতে হবে কমিশনে। এরপর কমিশন কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।