Breaking News

বুধবার বিকেলে পেশ হবে রাজ্য বাজেট

টুডে নিউজ সার্ভিসঃ ২০২৫-২৬ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে বুধবার বিকেল চারটে। বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে সব মহলের  কৌতূহল তুঙ্গে।
বাজেট পেশের আগে রাজ্য সরকারের বাজেটের অভিমুখ ব্যাখ্যা করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের সরকারের প্রাথমিক লক্ষ্য সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বনির্ভরকরে তোলা যায়। আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
শোভনদেব এও বলেন, শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ধীরে ধীরে ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন তিনি। প্রত্যাশিতভাবে এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে বলা যেতে পারে।
বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হল, ‘এগিয়ে বাংলা’। শোভনদেব বলেন, “এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয়, আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্রও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতি মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।” নিজের দাবির সপক্ষে প্রবীণ মন্ত্রীর দাবি, ২০১১ সালের আগে কৃষিতে যা ছিল আমরা তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি।

About Prabir Mondal

Check Also

ভিন রাজ্য থেকে সোনা নিয়ে চম্পট! অবশেষে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার জামালপুরের যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *