জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ ব্লাড ব্যাংক গুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে, এবং এলাকার থালাসিমিয়া সহ মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে, মুর্শিদমেলা কে সামনে রেখে বর্ধমান সোশ্যাল ওয়েলফেয়ারের সহ-সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন শেখ ( বাবু) এর উদ্যোগে এবং গাতগড়িয়া গ্রামবাসীর সহযোগিতায়, মেলার তৃতীয় দিনে মেলা প্রাঙ্গণের মাঠে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে শেখ আসিয়ার রহমান, শেখ বাগবুল ইসলাম, শুকুর আলী শেখরা জানান ব্লাড ব্যাংকগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমুর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির । এই বছরে এই রক্তদান শিবির প্রথম তম বছর।
এই রক্তদান শিবিরে বেশীভাগ মহিলা সহ ৫০জন মানুষজন স্বেচ্ছায় রক্ত দান করেন।
বর্ধমান কেমরী মাল্টি স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। বিশ্বউষ্ণায়নের জন্য পরিবেশ রক্ষার্থে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য, তাদের প্রত্যেকের হাতে আম কাঁঠাল, মেহগনি, শিশু সহ একটি করে গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা ।