টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হসপিটালে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচিতে হাজির হলেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিবছরই হজে যাওয়ার পূর্বে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন হসপিটালে, কালনা মহকুমার হজযাত্রীরা কালনা মহকুমা হসপিটালে এসে টিকা নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, যারা হজে যাবেন তাদের সকলের তাদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা প্রতিবছরই আসি আজকের দিনেও এসে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তাদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরপতি তপন পড়েল, কালনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্ট জনেরা।
