জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ সম্পত্তি সংক্রান্ত পুরনো বিবাদে জেরে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত কামরুল শেখ, জাহাঙ্গীর শেখ, মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা।
সম্পর্কে মৃত ভাই ও অন্য এক ভাইয়ের ছেলে মাস চারেক আগে মৌসা গ্রামের পারিবারিক একটি বিবাদকে কেন্দ্র করে ভাই ভাইপো সহ কয়েকজনের গন পিটুনিতে মৃত্যু হয়েছিল মৌসা গ্রামের বাসিন্দা হাসিবুল শেখের। ঘটনায় মৃতের বাবা ১১ জনের নামে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান।
ঘটনার ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। বাকিরা পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ জানান গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে ধৃত দুই জন মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার এলাকায় এলে । মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেখান থেকে তাদের গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।