Breaking News

সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখতে শহরের রাস্তায় নামলেন পরিবহণমন্ত্রী

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ পর্যাপ্ত সরকারি বাস চলছে কি না, তা দেখতে সরজমিনে পরিবহন ষ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সোমবার বিকেলে প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে এসে পৌঁছান তিনি। সেক্টর ফাইভ যেহেতু অফিস পাড়া সেই কারণে প্রচুর মানুষের বিভিন্ন থেকে প্রচুর মানুষের আসা-যাওয়া প্রতিদিন। সেই কারণে সরকারি বাস পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা তা সর জমিনে খতিয়ে দেখতে পৌঁছন পরিবহন মন্ত্রী।

মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, সেক্টর ফাইভ থেকে মোট ১৫২টি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায়। যার মধ্যে এসি বাস রয়েছে ৭২টি, নন এসি ৮০টি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি সমস্যা রয়েছে তাদের জানার চেষ্টা করছি। অন্যদিকে যাত্রীরা জানান, ঠিক সময় মত বাস তারা পান না। বাস পরিষেবা থাকলেও টাইমটা মেইনটেইন করা হয় না। অফিসে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়।

About Prabir Mondal

Check Also

ভিন রাজ্য থেকে সোনা নিয়ে চম্পট! অবশেষে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার জামালপুরের যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *