টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ পর্যাপ্ত সরকারি বাস চলছে কি না, তা দেখতে সরজমিনে পরিবহন ষ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সোমবার বিকেলে প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে এসে পৌঁছান তিনি। সেক্টর ফাইভ যেহেতু অফিস পাড়া সেই কারণে প্রচুর মানুষের বিভিন্ন থেকে প্রচুর মানুষের আসা-যাওয়া প্রতিদিন। সেই কারণে সরকারি বাস পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা তা সর জমিনে খতিয়ে দেখতে পৌঁছন পরিবহন মন্ত্রী।
মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, সেক্টর ফাইভ থেকে মোট ১৫২টি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায়। যার মধ্যে এসি বাস রয়েছে ৭২টি, নন এসি ৮০টি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি সমস্যা রয়েছে তাদের জানার চেষ্টা করছি। অন্যদিকে যাত্রীরা জানান, ঠিক সময় মত বাস তারা পান না। বাস পরিষেবা থাকলেও টাইমটা মেইনটেইন করা হয় না। অফিসে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়।