জ্যোতির্ময় মন্ডল ,পূর্ব বর্ধমানঃ ট্রাক্টর করে ধান মিলে দিয়ে বাড়ি ফেরার পথে সেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। সোমবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তায় কুসুমগ্রাম বাজার সংলগ্ন ডাকবাংলা মোড় এলাকায়। মৃত হাবল মল্লিক বয়স ৩৮ বছর মন্তেশ্বর গ্রামেরই বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে একটি ট্রাক্টরে করে ধান নিয়ে গিয়ে ভান্ডারডিহি একটি মিলে খালি করে ট্রাক্টরে নিয়ে বাড়ি ফিরছিলেন হাবল বাবু। কুসুমগ্রাম বাজার সংলগ্ন ডাকবাংলা মোড় এলাকায় একটি বাম্পারে পার হতে গিয়ে আচমকা চলন্ত ট্রাক্টর থেকে পড়ে যান ওই ট্রাক্টরের চালক। এরপর ট্রাক্টরের চাকা চলে যায় তার শরীরের উপর দিয়ে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়িতে বয়স্ক মা, স্ত্রী ছাড়াও ২ নাবালিকা সন্তান রয়েছে তার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।