জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাস্তা পাড়াপাড় করতে গিয়ে মন্তেশ্বরে টোটোয় ধাক্কায় মৃত এক বৃদ্ধার। মৃতা রাধা সরকার (৮০) মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের কষা গ্রামের বাসিন্দা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধা কষা গ্রামের নিজের বাড়ি থেকে পুটশুরী যাওয়ার পথে মোজাহার নগর মোড় সংলগ্ন এলাকায় রাস্তা পাড়াপাড় করার সময় বিপরীত দিক থেকে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান এবং বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। টোটোটিকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ।