টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের মেমারীতে বিজেপিতে বড়সড় ভাঙন। মেমারী বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে এলাকার প্রায় ১০০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপির লড়াকু নেতা মির আকবর আলী, যিনি পূর্ব বর্ধমান জেলা মাইনরিটি সেলের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বুথ সভানেত্রী ফুলটুসি হেমব্রম সহ একাধিক বিজেপি বুথ সভাপতি এবং অসংখ্য কর্মী সমর্থকরা।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের দলবদল শাসক দলের শক্তি আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় রীতিমতো চাপে পড়েছেন বলে মনে করা হচ্ছে।