Breaking News

কুলতলিতে ফের বাঘ আতঙ্ক

টুডে নিউজ সার্ভিসঃ সুন্দরবনের কোলঘেঁষা কুলতলির মৈপীঠ অঞ্চলে ফের বাঘ আতঙ্ক। শনিবার রাতে মধ্য গুড়গুড়িয়া গ্রামের জন্মেজয় গিরির বাড়ির উঠোনে হাজির হয়েছিল দক্ষিণরায়। গভীর রাতে তার গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।জন্মেজয়ের পুত্রবধূ দেবীকা গিরি জানান, রাতে বাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় হঠাৎই বাঘের গর্জন শোনা যায়। দরজার বাইরে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি টের পান তাঁরা। ঘরের মধ্যে বসেই আতঙ্কে সময় কাটান পরিবারের সদস্যরা।
রবিবার সকালে জন্মেজয়ের বাড়ির উঠোনে বাঘের পায়ের ছাপ এবং নখের আঁচড় দেখতে পান স্থানীয়রা। এ দৃশ্য দেখে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভয়। এলাকাবাসীর দাবি, গত সপ্তাহে বাঘ খাঁচাবন্দি করার পরও আতঙ্ক কাটেনি।
স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান জানিয়েছেন, সুন্দরবন সংলগ্ন ৪৭ কিলোমিটার এলাকায় থাকা ফেন্সিং নেট বর্তমানে অকেজো। এই ফেন্সিং নেটটি সুন্দরবনের বাঘকে লোকালয়ে ঢোকা রুখতে তৈরি হয়েছিল। কিন্তু সেটি কার্যকর না থাকায় বাঘ বারবার লোকালয়ে প্রবেশ করছে।
স্থানীয় সূত্রে খবর, চলতি বছরে কুলতলির বিভিন্ন গ্রামে ১৭ বার বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাঘের হামলার কারণে একাধিক গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন ষ। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি খবর পেয়ে বনদপ্তর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকা পরিদর্শন করেন। তবে স্থানীয়রা আরও সক্রিয় নজরদারি ও ফেন্সিং নেটের দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *