Breaking News

হালতুতে একই পরিবারের তিনজনের মৃত্যু! উদ্ধার সুইসাইড নোট

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ শহর কলকাতার বুকে আবার একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে হালতুর পূর্বপল্লি এলাকায় স্বামী-স্ত্রী এবং আড়াই বছরের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ঘটনাস্থলে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হালতুর পূর্বপল্লী এলাকার একটি বাড়ির একতলা থেকে মঙ্গলবার তিন জনের দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে সপরিবার থাকতেন ৪০ বছর বয়সি সোমনাথ রায়। সোমনাথ ছাড়াও ওই বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী সুমিত্রা (৩৫) এবং আড়াই বছরের ছেলে রুদ্রনীল। মঙ্গলবার এই তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আরও জানা যায়, পেশায় অটো চালক সোমনাথ রায় আর্থিক কষ্টে ভুগছিলেন। বাড়ির সামনে পাওনাদারদের আনাগোনা বাড়ছিল। তাই হালতুতে একই পরিবারের তিনজনের মৃত্যুতে প্রাথমিকভাবে আর্থিক অনটনের তত্ত্বই উঠে আসছে। পুলিশের অনুমান স্বামী স্ত্রী সুইসাইড করেছেন। কিন্তু শিশুর মৃত্যু কীভাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

About Prabir Mondal

Check Also

পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পানাগড়কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *