Breaking News

এবার ভোটার তালিকা থেকে বাদ পড়লো খোদ তৃণমূল নেতার নাম

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বিধানসভা ভোটের সলতে পাকানো শুরু হতে না হতেই ভূতুড়ে ভোটার নিয়ে চাপানউতোরের অন্ত নেই। কয়েকদিন আগে সুর চড়িয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে ভূত ধরতে দলের অন্দরেই তৈরি হয়েছে আলাদা কমিটি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূল কর্মীদের ময়দানে নেমে ভোটার তালিকার গরমিল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন মমতা নিজেই।
সেই নির্দেশ অনুযায়ী কাজে নামতেই চক্ষু চড়কগাছ বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়া অঞ্চল তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে এলাকার খোদ তৃণমূল অঞ্চল সভাপতিরই। এভাবে বাদ পড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
নেতাজি ইন্ডোরে সভার পর বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়া অঞ্চলে এদিন থেকে ভোটার তালিকা মিলিয়ে দেখতে ময়দানে নামে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোড়াতেই গোলযোগ। নতুন প্রকাশিত ভোটার তালিকায় বাদ পড়েছে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি আলোক কুমার কুন্ডুর নাম।
অবসরপ্রাপ্ত শিক্ষক আলোক কুমার কুন্ডুর দাবি, তিনি দিব্যি বেঁচে রয়েছেন। বাসস্থানও স্থানান্তরিত করেননি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় ৮ নম্বর ফর্মও জমা দেননি তিনি। তবু রহস্যজনকভাবে ভোটার তালিকায় তাঁর নামের উপর ডিলিটেড স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই এই ঘটনার পিছনে বিরোধী বিজেপির ষড়যন্ত্রর ছায়া দেখছেন। তাঁদের দাবি, বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে কিছু আধিকারিককে দিয়ে এভাবে ভোটার তালিকা থেকে এলাকার দক্ষ সংগঠকের নাম বাদ দিয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাঁরা দায় ঠেলেছে রাজ্যের শাসকদলের দিকেই।

About Prabir Mondal

Check Also

বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য সচিব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *