টুডে নিউজ সার্ভিস, বর্ধমান: তালিত রেল-গেটে ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত কাজের জন্য, পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সমস্ত ধরণের গাড়িকে গুসকরা বলগোনা মোড় থেকে ভায়া মুরাতপুর – ভাতার হয়ে বর্ধমানে আসার জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বর্ধমান থেকে গুসকরা যাবার গাড়ীগুলিকে দেওয়ানদিঘি থানার হলদি মোড় হয়ে ভাতার ভায়া মুরাতিপুর যাবার জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে।জনগণের সহযোগিতা একান্ত কাম্য। দীর্ঘ দিনের সমস্যার সমাধান হতে চলেছে ।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্ধমান সিউড়ি রোডে তালিত রেল গেটের ওপর তৈরি হচ্ছে উড়াল পুল । তালিত রেল গেটে আটকে বহু অসুস্থ মানুষের প্রাণ গেছে । এমন কি প্রসূতি মায়ের প্রসবও হয়ে-গেছে এই রেল গেটে আটকে । দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাধারণ মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে,চলেছে ।