Breaking News

দুর্গাপুরে ৯ বছর পর তাঁত মেলা

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দীর্ঘ  ৯ বছর পর দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে তাঁতশিল্প মেলা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে হস্ত তাঁত প্রদর্শনীর (তাঁত মেলা) উদ্বোধন হল মঙ্গলবার বিকেলে। যা চলবে ১৭ তারিখ পর্যন্ত। এই মেলার উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা এবং রাজ্য হস্ত শিল্পের আধিকারিকরা।
এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের হাতের তৈরি তাঁতের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ৬০টি স্টল করা হয়েছে। প্রতিদিন এই মেলা খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “প্রচারের মারাত্মক অভাব রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মেলা। কিন্তু প্রচার না হলে মানুষ আসবে কি করে। প্রচারের বিষয়ে ধ্যান দেওয়া দরকার।”

About Prabir Mondal

Check Also

বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *