দেবনাথ মোদক, বাঁকুড়াঃ “শূণ্য পাওয়া সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করবো”, বলে এবার বিতর্কে জড়ালেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। যাদবপুরের ঘটনার প্রতিবাদে রবিবার রাতে তালডাংরা বাজারে মিছিল শেষে এক পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “আগে সিপিআইএমের ছাত্র সংগঠন ক্লাস সেভেন-এইটের পড়ুয়াদের রাজনীতিতে নামাতো। তবে বর্তমানে শূণ্য হয়ে যাওয়া সিপিএমের লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে। তবে যাদবপুরের ঘটনার পূনরাবৃত্তি হলে পাঁচ মিনিটের নোটিশে সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করা হবে।”
পরে তাঁর ওই বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি বলেন, “শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয়ে, আমি যা বলেছি ঠিক বলেছি।”
ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য জয়গোপাল কর বলেন, “আমরা ঐ হুঁশিয়ারি ভয় পাই না। আমরাও তৈরি আছি। আর তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। আর ওদের নেতা নেত্রীরা হুঙ্কার ছেড়ে টিকে থাকার চেষ্টায় আছে, সঙ্গে ওপর ওয়ালাদের চোখে ভালো সাজার চেষ্টা তো আছেই। পরিস্কারভাবে রাজনীতি করুন, আমরা আছি আপনারা টিকে আছেন। আমরা প্রতিবাদ করে যাবো তাতে যা হওয়ার হবে।”
