Breaking News

দ্য লাইট অফ হোপ আয়োজিত সুপার কিডস ২০২৫

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পথ চলা শুরু থেকেই দ্য লাইট অফ হোপ অভিনবত্বের ছোঁয়া সব সময় আপামোর বর্ধমানবাসীর জন্য তৈরি করেছে। পাঁচ বছর চলার পথে এর আগে ছোট ছোট অনুষ্ঠান দিয়ে শুরু করা হয়েছিল। তারপর দ্য লাইট অফ হোপ পত্রিকা ও ডিজিটাল সংবাদ মাধ্যমের উদ্যোগে বর্ধমানের সেরা দিদি এবং বর্ধমানের সেরা জুটি করা হয়। সেইমতো রবিবার সন্ধ্যায় বিবেকানন্দ সেবক সংঘের মাঠে ১৪ জন কচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় সুপার কিডস ২০২৫। কচিকাঁচারা নাচ গান এবং ম্যাজিক শো এর মাধ্যমে অভিভূত করে তোলে বিচারকদের। বেশ একটা জমজমাটি অনুষ্ঠান রবিবারের সন্ধ্যায় উপহার দেয় দ্য লাইট অফ হোপ। দ্য লাইট অফ হোপ-এর পক্ষ থেকে বর্ধমানের অনন্যা রূপে বিশেষভাবে সম্মানিত করা হয় বিশিষ্ট বাচিক শিল্পী সুজাতা দাস এবং বিশিষ্ট সমাজসেবিকা সুবর্ণা সাহা-কে। এছাড়াও সম্মানিত করা হয় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি শেখ পিন্টু এবং পিছিয়ে পড়া পাঠশালার শিক্ষিকা বৃন্দদের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য। বিচারকের আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুলগ্না রায় মহাপাত্র, বিজয়াস মেক ওভার এন্ড একাডেমির কর্ণধার বিজয়া চ্যাটার্জী, ওমেন্স ইনস্টিটিউটের কর্ণধার পাপিয়া সিংহ রায়, সোহিনী’স গ্ল্যামার ওয়ার্ল্ড কর্ণধার সোহিনী দেবনাথ।

About Prabir Mondal

Check Also

দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা সাইবার সেলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *