টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পরীক্ষায় প্রথম না হওয়ার হতাশা, মেস থেকে দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। মৃতের নাম শুভেচ্ছা ঘোষ (২৩), বাড়ির বীরভূমের সাঁইথিয়ার মনসাতলায়। সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল এবং বর্ধমান শহরের মেঘনাথসাহাপল্লী এলাকায় মেস থাকতো সে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির লোকের সঙ্গে সে ফোনে কথা বলেছে। কিন্তু শুক্রবার সকাল থেকে আর ফোন পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে মেসে ফোন করা হয়। সেই ফোন পেয়ে মেসের কর্তপক্ষ গিয়ে ঘরে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
পরিবারের সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলেন শুভেচ্ছা। কিন্তু, দ্বিতীয় সেমিস্টার প্রথম না হতে পারায় মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের। বর্ধমান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।