টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাংবাদিকের ফোন থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়। দিন কয়েক আগে বর্ধমান সদর থানা ও সাইবার ক্রাইম সেলে অভিযোগ করেন সাংবাদিক কেরামত আলী। অভিযোগ, কয়েকদিন আগে তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার কাছে ঐ সাংবাদিক বিষয়টি নজর দেয়া জন্য জানান।
এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সহ-সভাপতি রাজিব মন্ডল, সম্পাদক পিন্টু প্যাটেল, কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দেয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
Tags burdwan district west bengal
Check Also
মুখ্যমন্ত্রীর ধমকের পর নিউ মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুলিশের
টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল পুলিশ, ফুটপাথ দখল মুক্ত করতে অভিযানে …
Social