Breaking News

শিক্ষকদের চাকরি বাতিলের মাঝেই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ

টুডে নিউজ সার্ভিসঃ যতদিন পর্যন্ত নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার একদিকে যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সভায় যোগদান তখন অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার উদ্যোগ নিয়েছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর এসএসসির প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বহু শিক্ষক শিক্ষিকা স্কুলে আসছেন না বা পঠন-পাঠনের কাজে যোগ দিচ্ছেন না বা দিতে পারছেন না। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পর্ব এখনও সম্পূর্ণ হয়নি। পাশাপাশি মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকের অভাবে পঠন-পাঠনে যথেষ্ট বিড়ম্বনা তৈরি হয়েছে। শুধু যোগ্য শিক্ষক নয় শিক্ষা কর্মীদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিয়েছে। সার্বিকভাবে রাজ্যের স্কুলগুলিতে পঠন পাঠন যতটা সম্ভব স্বাভাবিক রাখতে এবং পড়ুয়াদের শিক্ষাদানের গুরুত্বপূর্ণ কাজ যাতে ব্যাহত না হয় সেই কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিমকোর্টের কাছে এই আবেদন জানিয়েছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর সভা থেকে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি বহাল থাকবে এবং তার জন্য রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে যে আবেদন করেছে তা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছে শিক্ষা মহল।

About Prabir Mondal

Check Also

মুর্শিদাবাদ নিয়ে কড়া বার্তা রাজীব কুমারের

টুডে নিউজ সার্ভিসঃ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়াকফ বিলের অশান্তি। মুর্শিদাবাদের মাটি অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *