পাপু লোহার, পানাগড়ঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মরণ সভার পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার। এদিন ডঃ মনমোহন সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন তুলে ধরেন উপস্থিত বক্তারা। পাশাপাশি এদিন এলাকার ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলার সাধারণ সম্পাদক পামলু মজুমদার , মহিলা নেত্রী গোপা মুখার্জি, মিডিয়া সেলের পশীতবস্ত্র বিতরণ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ আরও অনেকে।
জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, শনিবার যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পুরোপুরি রাজনৈতিক বাজেট হয়েছে। দিল্লি এবং বিহার নির্বাচনকে সামনে রেখেই এই বাজেট পেশ করা হয়েছে। ভারতবর্ষের ৮ থেকে ১০ শতাংশ মানুষকে খুশি করার জন্য ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ যে রোজগার করবে তার কোন দিশা দেখানো হয়নি এই বাজেটে। এই বাজেটে কোনোভাবেই কর্মসংস্থানের কোনো দিশা লক্ষ্য করা যায়নি। কর্মসংস্থান করতে হলে শিল্পের ক্ষেত্রে যে উন্নয়নের চেষ্টা এই বাজেটে তা বিন্দুমাত্র দেখা গেল না। দীর্ঘদিন ধরে কৃষকরা যে দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে বহু কৃষকের প্রাণহানি ঘটেছে সেই কৃষকদের বিষয়ে এই বাজেটে কোনো কিছুই বলা হয়নি। যার কারনে ভারতবর্ষের কৃষকরা হতাশ হয়ে পড়েছেন এই বাজেট পেশ হওয়ার পর।