টুডে নিউজ সার্ভিসঃ বর্ধমানের মঞ্চ থেকে বদলা এবং বদলের ডাক শুভেন্দু অধিকারীর। বলেন আজকের কর্মসূচির পারমিশন পুলিশ যাইনি পুলিশ বাধা দিয়েছে পিসির কথায় অবশেষে হাইকোর্টের নির্দেশে তিনি আজকে সভা করছেন। এর পরই এসপি অফিসের দিকে আঙুল তুলে বলেন, আমরা শুধু চিনে রাখছি। ছাব্বিশে বদল হবে বদলাও হবে।
বালি চুরি নিয়ে বলেন, কোন নদীর অস্তিত্ব নেই। ভাইপোর কাছে টাকা যাচ্ছে। এখানকার আই সি রা কোটি কোটি টাকার মালিক।

সিঙ্গুর আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, বুদ্ধবাবু সহজ সরল মানুষ বলে মমতাকে সিঙ্গুর আন্দোলন করার সময় এলাও করেছিল, জ্যোতি বাবুর মতো যদি মানুষ থাকতেন তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিতেন। মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে কদিন আন্দোলন হয়েছে তিনি একদিনও যাননি । কোন মানুষের সমর্থন ছিল না।
রবিবার বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেস্ট পর্যন্ত শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করেন। তারপর কার্জন গেটে একটি সভা করেন। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন।
এদিন তিনি এস আই আর প্রসঙ্গে বলেন, এ আই ফটো স্ক্যান হবে। পিতা মাতার জায়গায় অন্য ছবি দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। আধুনিক প্রযুক্তি নিয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে নেমেছে। আমরা বলব
দামী ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করতে। আর গর্তে কার্বলিক এসিড দিতে। যেমন সাপ বেরোয় তেমনি এরা রাস্তায় বেরুচ্ছে।

কোচবিহারে মাথাভাঙায় বিজেপির বি এল ও টুকে জুতোর মালা পড়ানোর ঘটনার তীব্র হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী বলেন ছবিগুলো রাখা থাকলো। হিসাব আমরা বুঝে নেব। বদল ও হবে বদলাও হবে। তিনি বলেন তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু বানাতে চায় আমরা তা করতে দেব না।
তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক দুর্নীতিগ্রস্ত ,তোষণের রাজনীতি করা আপাদমস্তক চোর, প্রাইভেট কোম্পানি লিমিটেডকে যার মালিকের নাম মমতা ব্যানার্জি এবং ম্যানেজিং ডাইরেক্টর এর নাম দোলাবাজ ভাইপো। তাকে উপরে ফেলার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে।