জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমাঃ দিন দুইক আগে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তিনি পূর্ব বর্ধমান জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে কুসুমগ্রামে একটি পুলিশ ক্যাম্প তৈরীর দাবি রেখেছেন। তাই আজ কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, এবং বিএলআরও কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় নতুন পুলিশ ক্যাম্পের জন্য সরকারি খাস জমি পরিদর্শন করেন।
বিডিও সঞ্জয় দাস বলেন কুসুমগ্রাম কিষাণ মান্ডির পাশেই সরকারি খাস জমি গুলি দেখা হয়েছে। পাশাপাশি কুসুমগ্রাম বাজারে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সও পরিদর্শন করা হয়েছে। মহকুমাশাসক শুভম আগরওয়াল বলেন এই দিন খাসজমি পরিদর্শন করা হয়েছে, পুলিশ ক্যাম্পের জন্য ওই জমি উপযুক্ত মনে হলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হবে। জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্স নিয়ে তিনি জানান ওখানে প্রয়োজনীয় ঘর পাওয়া যাবে কিনা তা নিয়ে জেলা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
কুসুম গ্রামে পুলিশ ফাঁড়ি জমি পরিদর্শনে কালনা মহকুমা শাসক

Leave a Comment