টুডে নিউজ সার্ভিস, বোলপুরঃ স্কুলের মধ্যে সরস্বতী পুজো আয়োজন করেনি স্কুল কর্তৃপক্ষ। তাই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে তালা বন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনে মূর্তি এনে সরস্বতী আরাধনা করলেন। অঞ্জলি দিল কচিকাঁচারা। তবে কেন পুজো আয়োজন করা হয়নি বোলপুরের ১৬নং ওয়ার্ড নিঁচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে তা স্পষ্টভাবে কেউই জানাতে পারেননি। স্কুলে সরস্বতী আরাধনা হচ্ছে না সেই খবর পাওয়ার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তারপরে বোলপুর থানার পুলিশ ঘটনার স্থলে আসে। কার্যতঃ তাদের উপস্থিতিতেই স্কুলের গেটের বাইরে প্রতিমা রেখে পুজো করছেন স্থানীয় মানুষজন।
