জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এক ওঝাকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গোপাল চ্যাটার্জী, সে বাঁকুড়া জেলার পাত্রসায় থানার পারুলিয়া এলাকার বাসিন্দা। ধৃত বিগত কয়েক বছর ধরে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে ঝাড়ফুঁক, তুকতাক সহ নানারকম চিকিৎসার জন্য আসা যাওয়া করতো এবং পানবড়েয়া গ্রামে দীর্ঘদিন আসা যাওয়াতে ওই গ্রামের অনেকে ওই ওঝারকে গুরু বাবা বলে মানতো। বুধবার পানবড়েয়া গ্রামে আসে ওঝা, তখন ওই গ্রামের এক মহিলার শারীরিক সমস্যার কথা জানালে ওই মহিলাকে ঝাড়ফুঁকের নামে করে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে তার সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ওই মহিলার স্বামী আচমকা ঘরে ঢুকে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই সে। ওই মহিলা মন্তেশ্বর থানা ঐ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে ঐ ব্যক্তিকে মালডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠান পুলিশ। যদিও ঐ ওঝার দাবি তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
