জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জাতীয় ভোটার দিবস ২৫ জানুয়ারি। “ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেব তাই”, এটা সামনে রেখে শনিবার মন্তেশ্বর বিডিও অফিসের সভা গৃহে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ব্লক অফিসার বিপ্লব ব্যানার্জী সহ ব্লকের একাধিক সরকারি আধিকারিক গন এবং ২৬৩ নম্বর মন্তেশ্বর বিধানসভার ১০টি অঞ্চলের প্রত্যেক বুথ লেভেলের অফিসার (বিএলও) ও ২৬৯ নম্বর পূর্বস্থলী উত্তর বিধানসভার মন্তেশ্বর ব্লকের পুটশুরী, বামুনপাড়া ও মামুদপুর দু’নম্বর অঞ্চলের প্রত্যেক বুথ লেভেল অফিসার (বিএলও)।
এদিন প্রায় ২০০ জন বুথ লেভেল অফিসারদের (বিএলও) অংশগ্রহনের মাধ্যমে একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই অনুষ্ঠানের প্রথমেই বিডিও সঞ্জয় দাস ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই ভোটের শপথ বাক্য পাঠ করেন। ভোটের কাজে যেসব বুথ লেভেল অফিসারা (বিএলও) ভালো কাজের দক্ষতা অর্জন করে তাদের মধ্যে ১৩ জন বিএলও-কে একটি ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় মন্তেশ্বর ব্লকের পক্ষ থেকে।
