প্রবীর মণ্ডল, বর্ধমানঃ পড়ুয়াদের উৎসাহ দিতে বিভিন্ন সময়ে নতুন নতুন প্রকল্প চালু করছে সরকার। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানে জেলাশাসকের সভা গৃহে ২০২৪ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বিভিন্ন বোর্ডের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল বুধবার। এদিন পূর্ব বর্ধমান জেলার ৩২ জন ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের ঘোষণা মতো ল্যাপটপ, ফুলের তোড়া, মিষ্টি এবং মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জেলাশাসক আয়েষা রানী এ বলেন, বিভিন্ন বোর্ডের কৃতী ছাত্র-ছাত্রীদের আজ সম্বর্ধনা দেওয়া হল। এই জেলায় সেরা দশে ৩২ জন রয়েছে, যার মধ্যে ১৭ জন ছাত্র ও ১৫ ছাত্রী রয়েছে। এটা খুব ভালো ফলাফল, যেটা অন্যান্য জেলায় নেই। আগামীতে এটা আর বাড়বে এই আসা করি।
এদিন জেলাশাসক সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি গার্গী নাহা, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ আরও অনেকে।